জেএসসি মডেল টেস্ট - ০১ কৃষিশিক্ষা

জেএসসি মডেল টেস্ট - ০১ কৃষিশিক্ষা
১৯। এশিয়ার কয়টি দেশ প্রদান খাদ্য হিসেবে ধান উৎপাদন করছে?
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি
২০। এক সময় বাংলাদেশে বিশ্বের শতকরা কত ভাগ পাট উৎপাদন হতো?
ক) ৬০% খ) ৭০% গ) ৭৫% ঘ) ৮৫%
২১। বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে কৃষি বিজ্ঞানীরা কয়টি জাত উদ্ভাবন করেছেন?
ক) ২টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৮টি
২২। কোন জেলার হরিপদ কাপালি হরিদান নামে একটি ধান নির্বাচন করেছেন?
ক) মেহেরপুর খ) সাতক্ষীরা গ) ঝিনাইদহ ঘ) মাওয়া
২৩। অঙ্গজ প্রজননে কৃষকরা ব্যবহার করে থাকেন-
ক) ধান খ) গম গ) সরিষা ঘ) গোলাপ
২৪। কোন দেশটির কৃষি প্রযুক্তি শেখা ও মাঠ পর্যায়ে প্রয়োগ আমাদের জন্য জরুরি হয়ে দেখা দিয়েছে?
ক) ভারত খ) কোরিয়া গ) রাশিয়া ঘ) চীন
২৫। ক্যাপসিয়াম কোনটি বৈজ্ঞানিক নাম?
ক) টমেটো খ) মিষ্টি গ) স্ট্রবেরি ঘ) আলু
২৬। জেনেটিক্যাল মডিফাইড ক্রপকে সংক্ষেপে কী বলে?
ক) এম জি ফসল খ) এল জি ফসল গ) জি এম ফসল ঘ) জি ডি ফসল
২৭) বাংলাদেশ ও ভিয়েতনাম কৃষিতে সবচেয়ে বড় মিল কোনটি?
ক) গম উৎপাদনে খ) ধান উৎপাদনে
গ) পাট উৎপাদনে ঘ) চা উৎপাদনে
২৮। ভিয়েতনামের কৃষি সমবায় সংগঠনগুলো স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের শতকরা কত ভাগ যোগান দিয়ে থাকে?
ক) ৫০% খ) ৬০% গ) ৭০% ঘ) ৮০%
২৯। কোন দেশের কৃষি বিজ্ঞানীরা বিশ্বের কৃষিকে নেতৃতে দিচ্ছেন?
ক) বাংলাদেশ খ) ভিয়েতনাম গ) জাপান ঘ) ভারত
৩০। নিচের কোনটি উদ্যান ফসল?
ক। লেবু খ) মরিচ গ) হলুদ ঘ) আদা
৩১। কোনটি মাঠ ফসল?
ক) লেবু খ) কলা গ) আলু ঘ) লিচু
৩২। বাংলাদেশের কৃষির প্রধান সমস্যাগুলো হল-
i) পুষ্টির সমস্যা ii) সার ব্যবস্থাপনা সমস্যা iii) বন্যা ও খরা সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii, iii ঘ) i, ii, iii
৩৩। বাংলাদেশ থেকে কোন কোন পণ্য ভারতে রফতানি হয়?
i) পাট ii) ধান iii) ইলিশ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii, ii ঘ) i, ii, iii
৩৪ । দারিদ্র্যের দুষ্টচক্রে ঘুরপাক খাচ্ছে কোন কৃষি প্রধান দেশগুলো?
i) উন্নয়নশীল ii) স্বল্পোন্নত iii) উন্নত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩৫। বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন-
i) কিরণ ii) নৈতিক iii) দিশারি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩৬। বন্যাকবলিত এলাকার জন্য ধানের উদ্ভাবিত দুটি জাত হল-
ক) ii খ) i গ) i ও ii ঘ) iii
৩৭) এশিয়ার কোন কোন দেশের প্রধান উৎপাদন ধান?
i) বাংলাদেশ ও ভারত ii) ভিয়েতনাম ও চীন
iii) কোরিয়া ও জাপান
নিচের কোনটি সঠিক ?
ক) i খ) ii গ) i, ii ঘ) i, ii ও iii
উত্তর : ১৯খ, ২০গ, ২১ক, ২২গ, ২৩ঘ, ২৪ঘ, ২৫খ, ২৬গ, ২৭খ, ২৮খ, ২৯ঘ, ৩০ক, ৩১গ, ৩২ঘ, ৩৩গ, ৩৪ক, ৩৫খ, ৩৬ঘ, ৩৭গ

1 comment:

Powered by Blogger.