জেএসসি মডেল টেস্ট -২ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
জেএসসি মডেল টেস্ট -২ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিনিয়র শিক্ষক প্রগতি মডেল স্কুল
অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
প্রথম
অধ্যায়
২৭.
বাংলায় সেন বংশ রাজত্ব শুরু করেছিল কোন শাসনামলের পর?
ক)
পাল শাসনামল খ) মৌর্য শাসনামল গ) গুপ্ত শাসনামল ঘ) আর্য শাসনামল।
উত্তর
: ক) পাল শাসনামল
২৮.
লক্ষ্মণ সেন সেন বংশের একজন শাসক। তিনি কোথা থেকে এসেছিলেন?
ক)
উত্তর ভারত খ) দক্ষিণ ভারত গ) পূর্ব ভারত ঘ) পশ্চিম ভারত।
উত্তর
: খ) দক্ষিণ ভারত
২৯.
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কাদেরকে হটিয়ে বাংলা দখল করেছিলেন?
ক)
সেনদের খ) মুঘলদের গ) আর্যদের ঘ) বারোভূঁইয়াদের।
উত্তর
: ক) সেনদের
৩০.
দিল্লির মুঘল সম্রাট আকবরের সেনাপতি কে ছিলেন?
ক)
মানসিংহ খ) কৌটিল্য গ) কেদার রায় ঘ) প্রতাপাদিত্য।
উত্তর
: ক) মানসিংহ
৩১.
‘বর্গি’
কাদেরকে বলা হতো?
ক)
সেনদের খ) তুর্কিদের গ) আফগানদের ঘ) মারাঠাদের।
উত্তর
: ঘ) মারাঠাদের
৩২.
বাংলার শাসন ক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায়-
ক)
পাল রাজবংশের পরে খ) বখতিয়ার খলজি ক্ষমতা দখলের পরে গ) সেনরা ক্ষমতা দখলের
মাধ্যমে।
কোনটি
সঠিক?
১)
ক ও খ ২) খ ও গ ৩) ক ও গ ৪) ক, খ ও গ।
উত্তর
: ৩) ক ও গ
৩৩.
বাংলার স্বাধীন সুলতানি যুগের বৈশিষ্ট্য ছিল-
ক)
ফখরউদ্দিন মুবারক শাহ এ যুগের প্রতিষ্ঠাতা
খ)
এ যুগ দুশ বছর স্থায়ী হয়েছিল গ) সুলতানরা বাঙালি ছিলেন না
কোনটি
সঠিক?
১)
ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর
: ৪) ক, খ ও গ
নিচের
উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
এক
সময় বাংলায় স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠিত হয় এবং তা প্রায় দুশ বছর স্থায়ী ছিল।
তবে সুলতানরা কেউ বাঙালি ছিলেন না। এছাড়াও তখনও ইতিহাসে বারোভূঁইয়াদের রাজত্ব বহাল
ছিল।
৩৪.
উদ্দীপকে উল্লিখিত আমল শুরু করেন কে?
ক)
সুলতান ফিরোজ শাহ খ) সুলতান মুহাম্মদ বিন তুঘলক গ) সুলতান ফখরউদ্দিন মুবারক শাহ ঘ)
সুলতান আযম শাহ।
উত্তর
: গ) সুলতান ফখরউদ্দিন মুবারক শাহ
৩৫.
বাঙালি না হয়েও বাংলায় তাদের রাজত্ব ও প্রভাব বহাল রেখেছিলেন-
ক)
স্বাধীন সুলতানরা খ) ইতিহাসখ্যাত বারোভূঁইয়ারা
গ)
মুঘল সম্রাটরা
কোনটি
সঠিক :
১)
ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর
: ১) ক ও খ
৩৬.
ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন থেকে শুরু হয়?
ক)
১২শ শতক খ) ১৩শ শতক গ) ১৪শ শতক ঘ) ১৫শ শতক।
উত্তর
: গ) ১৪শ শতক
৩৭.
১৮৫৩ সালে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করেছিল কোন ঔপনিবেশিকরা?
ক)
ওলন্দাজ খ) পর্তুগিজ গ) ফরাসি ঘ) ব্রিটিশ।
উত্তর
: ঘ) ব্রিটিশ
৩৮.
‘ওয়েস্টফালিয়ার
চুক্তি হয় কত সালে?
ক)
১৬৪৮ খ) ১৬৪৯ গ) ১৬৫০ ঘ) ১৬৫১।
উত্তর
: ক) ১৬৪৮
No comments