অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় টিউটোরিয়াল -০২

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিনিয়র শিক্ষক,প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
প্রথম অধ্যায়
৫১. কত খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে পৌঁছেন?
ক) ১৩৯৮ খ) ১৪৯৮ গ) ১৫০০ ঘ) ১৫৫০।
উত্তর: খ) ১৪৯৮
৫২. একজন দক্ষ নাবিক ভারত মহাসাগরের কর্তৃত্ব অধিকার করে পুরো ভারতের বহির্বাণিজ্য করায়ত্ত করেন। তার কাছে বাংলার কোন দ্রব্যটি আকর্ষণীয় ছিল?
ক) সিল্ক খ) পাটশিল্প
গ) মসলিন ঘ) মাটির পাত্র।
উত্তর: ক) সিল্ক
৫৩. বার্নিয়ের কে ছিলেন?
ক) জার্মান পর্যটক খ) ফরাসি পর্যটক
গ) চীনা পর্যটক ঘ) ব্রিটিশ পর্যটক।
উত্তর: খ) ফরাসি পর্যটক
৫৪. কৃষক বিদ্রোহ কার শাসনামল থেকে হয়েছিল?
ক) সম্রাট আকবর খ) সম্রাট শাহজাহান
গ) সম্রাট আলমগীর ঘ) সম্রাট জাহাঙ্গীর।
উত্তর: ঘ) সম্রাট জাহাঙ্গীর।
৫৫. ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবে ভূমিকা রেখেছিল-
ক) সমুদ্র বাণিজ্য খ) খনিজসম্পদ আবিষ্কার গ) বাণিজ্যিক বিকাশ।
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর: ৪) ক, খ ও গ
৫৬. ইউরোপে অর্থনীতি তেজী হয়ে উঠার পেছনে কারণ ছিল-
ক) খনিজসম্পদের আবিষ্কার খ) সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার
গ) কারিগরি জ্ঞান ও বাণিজ্যিক বিকাশ
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর: ৪) ক, খ ও গ
৫৭. ভাস্কো-ডা-গামা ছিলেন-
ক) একজন দক্ষ নাবিক খ) একজন আবিষ্কার গ) একজন অভিনেতা
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর: ১) ক ও খ
৫৮. ইউরোপীয় বণিকরা বড় বড় শিল্পকারখানা স্থাপন করে-
ক) প্রচুর পরিমাণে পুঁজির জোরে খ) উন্নত কারিগরি জ্ঞানের সমন্বয়ে গ) কম পারিশ্রমিক দিয়ে
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর: ৪) ক, খ ও গ
৫৯. বাংলা থেকে প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়-
ক) সম্রাট আকবরের সময় খ) পলাশী যুদ্ধের আগে
গ) মীর জাফর ও মীর কাশিমের আমলে
কোনটি সঠিক?
১) ক ও খ ২) খ ও গ ৩) ক ও গ ৪) ক, খ ও গ।
উত্তর: ২) খ ও গ
৬০. বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে?
ক) ঈশা খাঁর খ) লক্ষণ সেনের
গ) ইসলাম খান চিশতির ঘ) নবাব সিরাজউদ্দৌলার।
উত্তর: ঘ) নবাব সিরাজউদ্দৌলার
৬১. সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসেন তখন তার সামনে কোনটি মোকাবিলা কঠিন হয়ে দাঁড়ায়?
ক) প্রাকৃতিক দুর্যোগ খ) সুলতানদের আক্রমণ
গ) বর্গিদের সামলানো ঘ) অর্থনৈতিক উন্নয়ন।
উত্তর: গ) বর্গিদের সামলানো

No comments

Powered by Blogger.