অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা টিউটোরিয়াল -০১

কৃষি শিক্ষা
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট
১। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কোনটি?
ক) কৃষি খ) শিল্প গ) বন ঘ) মৎস্য
২। পাকিস্তান আমলে কত সালে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
ক) ১৯৬০ খ) ১৯৬১ গ)১৯৬৩ ঘ)১৯৬৮
৩। আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক) ভারতে খ) বাংলাদেশে
গ) চীনে ঘ) ফিলিপাইনসে
৪। খাদ্য ও কৃষি সংগঠন বিশ্বজুড়ে কী নামে পরিচিত?
ক) FOA খ) AOF গ) FAO ঘ) AFO
৫। বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ কোনটি?
ক) জাপান খ) চীন গ) রাশিয়া ঘ) বাংলাদেশ
৬। বাংলাদেশে বর্তমানে কতটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু আছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৭। বাংলাদেশে ধান গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক) গাজীপুরে খ) ঈশ্বরদী গ) শ্রীমঙ্গল ঘ) পাবনা
৮। শ্রীমঙ্গলে কোন গবেষণা ইন্সটিটিউট অবস্থিত?
ক) ধান খ) গম গ) আখ ঘ) চা
৯। আখ গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক) নরসিংদী খ) ঈশ্বরদী গ) শ্রীমঙ্গলে ঘ) গাজীপুরে
১০। ব্যাপক দুর্ভিক্ষ সমগ্র বাংলাদেশকে গ্রাস করেছিল কখন?
ক) ১ম বিশ্বযুদ্ধের সময় খ) ২য় বিশ্বযুদ্ধের সময়
গ) মুক্তিযুদ্ধের সময় ঘ) পলাশী যুদ্ধের সময়
১১। বিশ্বের অন্যতম চাল রফতানিকারক দেশ কোনটি?
ক) বাংলাদেশ খ) রাশিয়া গ)আমেরিকা ঘ) ভিয়েতনাম
১২। বাংলাদেশে পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কয়টি?
ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি
১৩। কোন দেশটি ভৌগোলিক বৈচিত্র্যের দেশ?
ক) জাপান খ) ভারত গ) ভিয়েতনাম ঘ) শ্রীলংকা
১৪। আমাদের দেশে মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষী নিজেরাই সঞ্চয় ও ব্যবহার করে?
ক) ৭০% খ) ৭৫% গ) ৮৫% ঘ) ৯০%
উত্তর : ১ক, ২খ, ৩ঘ, ৪গ, ৫খ, ৬গ, ৭ক, ৮ঘ, ৯খ, ১০খ, ১১ঘ, ১২ক, ১৩খ, ১৪গ।

1 comment:

Powered by Blogger.