অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় টিউটোরিয়াল -০৪

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
প্রথম অধ্যায়
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭২. উক্ত যুদ্ধের মাধ্যমে-
ক) ঔপনিবেশিক শক্তির বিজয় হয়
খ) ইংরেজদের শক্তি বৃদ্ধি পেতে থাকে
গ) শাসন ক্ষমতার পরিবর্তন ঘটে।
কোনটি সঠিক?
১) ক ও খ ২) খ ও গ ৩) ক ও গ ৪) ক, খ ও গ।
উত্তর : ৪) ক, খ ও গ
৭৩. সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়-
ক) ইংরেজ বণিক গোষ্ঠী খ) ফরাসিরা গ) দরবারের একটি অংশ
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর : ২) ক ও গ
৭৪. সিরাজের বিরুদ্ধে তৃতীয় আরেকটি শক্তি কাজ করেছে। সেই তৃতীয় আরেকটি শক্তির স্বার্থ ছিল-
ক) ব্যবসায়িক খ) আর্থিক গ) রাজনৈতিক
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর : ১) ক ও খ
৭৫. সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার পর তাঁর সামনে যে কঠিন কাজ ছিল তা হল-
ক) ইংরেজদের সামলানো খ) রাজ্যের পরিধি বৃদ্ধি
গ) ষড়যন্ত্র মোকাবিলা
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর : ২) ক ও গ
৭৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণের সূচনা করেছিল কোন ব্যবস্থার মাধ্যমে?
ক) নবাবকে উপঢৌকন প্রদানের মাধ্যমে
খ) দেওয়ানি লাভের মাধ্যমে গ) পলাশির যুদ্ধের মাধ্যমে
ঘ) নবাবের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে।
উত্তর : গ) পলাশির যুদ্ধের মাধ্যমে
৭৭. ব্রিটিশ বণিক কোম্পানি এ দেশে আসার পর ধীরে ধীরে তাদের বিকাশ ঘটে। এই বিকাশ পথে কোনটির ভূমিকা রয়েছে?
ক) নবারের অদূরদর্শিতা খ) রাজনৈতিক বিচ্ছিন্নতা গ) কার্যকর সামাজিক শক্তির অভাব ঘ) প্রশাসনিক দুর্বলতা।
উত্তর : গ) কার্যকর সামাজিক শক্তির অভাব
৭৮. বাংলায় ঔপনিবেশিক শাসনের কারণ হল-
ক) শাসকের প্রতি জনগণের উদাসীনতা
খ) শাসকদের অভ্যন্তরীণ কোন্দল
গ) প্রয়োজনীয় রাজনৈতিক ও সামাজিক শক্তির অভাব
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর : ১) ক ও খ
৭৯. কোন মুঘল শাসকের আমলে বারোভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত হন?
ক) সম্রাট আকবর খ) সম্রাট বাবর
গ) সম্রাট হুমায়ুন ঘ) সম্রাট জাহাঙ্গীর।
উত্তর : ঘ) সম্রাট জাহাঙ্গীর
৮০. কোন মুঘল সম্রাটের সময়কালে ঘনঘন কৃষক বিপ্লব সংঘটিত হয়? ক) সম্রাট আকবর খ) সম্রাট হুমায়ুন
গ) সম্রাট জাহাঙ্গীর ঘ) সম্রাট শাহজাহান।
উত্তর : সম্রাট জাহাঙ্গীর

No comments

Powered by Blogger.