অষ্টম শ্রেণির বিজ্ঞান টিউটোরিয়াল -০২

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বিজ্ঞান

সিনিয়র শিক্ষক,আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
১ম অধ্যায়
প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
নিচের ছকটি লক্ষ কর এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
১। ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী?
ক) m খ) n গ) o ঘ) p
২। উড়তে পারে-
i. m ও n প্রাণী ii. n ও o প্রাণী iii. m ও p প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে কীসের ওপর?
ক) প্রাণীর গঠন খ) পরিবেশের বৈচিত্র্য
গ) খাদ্যাভ্যাস ঘ) আয়ুষ্কাল
৪। শ্রেণিবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন-
i. জন রে ii. অ্যারিস্টটল
iii. ক্যারোলাস লিনিয়াস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। প্রাণিজগতের শ্রেণিবিন্যাস এর ভিত্তি হল-
i. প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য
ii. বিভিন্ন প্রাণীর পারস্পরিক সম্পর্ক
iii. বিভিন্ন প্রাণীর মধ্যকার মিল-অমিল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। নিচের কোন প্রাণীর দেহ প্রাচীর অসংখ্য ছিদ্র যুক্ত?
ক) স্কাইফা খ) হাইড্রা গ) ওবেলিয়া ঘ) তারামাছ
৭। কোন পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার-আকৃতির হয়?
ক) পরিফেরা খ) নিডারিয়া গ) অ্যানেলিডা ঘ) মলাস্কা
৮। দেহ কিউটিকেল দ্বারা আবৃত কোন পর্বের প্রাণীর?
ক) নিডারিয়া খ) পরিফেরা
গ) প্লাটিহেলমিনথিস ঘ) অ্যানিলিডা
৯। রেচন অঙ্গ শিখা কোন প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য?
ক) যকৃত কৃমি খ) তারামাছ গ) ওবেলিয়া ঘ) জেলিফিস
১০। নিচের কোনটির দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত?
ক) ফিতা কৃমি খ) যকৃত কৃমি
গ) গোল কৃমি ঘ) তারামাছ
১১। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
ক) কর্ডাটা খ) মলাস্কা গ) আর্থ্রোপোডা ঘ) পরিফেরা
১২। আর্থ্রাপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটি?
ক) দেহ শক্ত খোলস দ্বারা আবৃত
খ) পেশি বহুল পা থাকে
গ) দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে
ঘ) চলন অঙ্গ
১৩। কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে না?
ক) প্রজাপতি খ) কেঁচো গ) জোঁক ঘ) তারামাছ
১৪। মলাস্কা পর্বের প্রাণীদের শনাক্ত করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
ক) এদের দেহ নরম খ) দেহ নরম খোলসে আবৃত
গ) দেহ খণ্ডায়িত ঘ) দেহে হিমোসিল বিদ্যমান

No comments

Powered by Blogger.