অষ্টম শ্রেণির বিজ্ঞান টিউটোরিয়াল -০৩
অষ্টম
শ্রেণির পড়াশোনা
বিজ্ঞান
বিজ্ঞান
সিনিয়র শিক্ষক,আইডিয়াল
স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
প্রাণিজগতের
শ্রেণিবিন্যাস
[পূর্বে
প্রকাশিত অংশের পর]
১৫।
প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের-
i.
পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ ii. সবাই উভলিঙ্গিক
iii.
রেচন অঙ্গ নেফ্রিডিয়া
নিচের
কোনটি সঠিক?
√ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬।
আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের-
i.
দেহ কাইটিন সমৃদ্ধ নরম আবরণী দ্বারা আবৃত
ii.
দেহ খণ্ডায়িত
iii.
মাথায় অ্যান্টেনা থাকে
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii খ) i ও iii √গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭।
নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য-
i.
এদের সিলেন্টেরন বিদ্যমান
ii.
এদের এক্টোডার্মে নিডোব্লাস্ট কোষ থাকে
iii.
এদের দেহ একটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত
নিচের
কোনটি সঠিক?
√ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮।
সন্ধিপদ প্রাণীদের কোনো কোনো সদস্য-
i.
ডানার সাহায্যে উড়তে পারে
ii.
ফসলের ক্ষতি করে
iii.
বহিঃ ও অন্তঃপরজীবী হিসেবে বাস করে
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii √খ)
i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের
উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও
অমেরুদণ্ডী
প্রাণীদের মধ্যে বেশ কিছু প্রাণী আছে যাদের দেহ খুব নরম কিন্তু বহিরাবরণ খুব শক্ত।
এরা উপকারী বা ক্ষতিকর দু’ধরনেরই হয়।
১৯।
উক্ত প্রাণীর বৈশিষ্ট্য হল-
i.
দেহ নরম ও মাংসল
ii.
দেহের বহিরাবরণ শক্ত
iii.
শুধু ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়
নিচের
কোনটি সঠিক?
√ক)
i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০।
প্রাণীটি কীভাবে অধিকতর অর্থনৈতিক গুরুত্ব বহন করতে পারে?
ক)
খাদ্য হিসেবে খ) চুন তৈরির মাধ্যমে
গ)
পাখির খাদ্য হিসেবে
√ঘ)
মুক্তা চাষের মাধ্যমে
২১।
কোন প্রাণীগুলো ক্ষতিকারক -
i.
মশা ii. চিংড়ি iii. আরশোলা
নিচের
কোনটি সঠিক?
ক)
i ও ii √খ)
i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২।
কোন পর্বের প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে?
ক)
নিডারিয়া খ) পরিফেরা
গ)
মলাস্কা √ঘ)
কর্ডাটা
২৩।
কোন প্রাণীর দেহে সারা জীবনই নটোকর্ড থাকে?
ক)
পেট্রোমাইজন খ) অ্যাসিডিয়া
√গ)
ব্রাঙ্কিওস্টোমা ঘ) মিক্সিন
২৪।
কোনটির মুখছিদ্র চোয়ালবিহীন ও গোলাকার?
√ক)
পেট্রোমাইজন খ) অ্যাসিডিয়া
গ)
ব্রাঙ্কিওস্টোমা ঘ) মিক্সিন
২৫।
কোন শ্রেণির সকল প্রাণী সমুদ্রে বাস করে?
ক)
অসটিকথিস √খ)
কনড্রিকথিস
গ)
সাইক্লোস্টোমাটা ঘ) এভিস
No comments