অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র টিউটোরিয়াল -০১
অষ্টম শ্রেণির পড়াশোনা
বাংলা ব্যাকরণ
বাংলা ব্যাকরণ
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
ভাষা
১.
মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?
ক.
তৃতীয় √খ.
চতুর্থ গ. সপ্তম ঘ. অষ্টম
২.
আঞ্চলিক ভাষার অপর নাম কি?
ক.
কথ্য ভাষা √খ.
উপভাষা
গ.
সাধু ভাষা ঘ. চলিত ভাষা
৩.
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে?
ক.
পঞ্চম √খ.
সপ্তম গ. নবম ঘ. দশম
৪.
সংলাপ লিখনে ভাষা কেমন হওয়া বাঞ্ছনীয়?
√ক.
প্রাঞ্জল ও সুললিত
খ.
সহজ সরল নিজের ভাষা
গ.
সুনির্দিষ্ট ব্যাকরণের ভাষা
ঘ.
কোনো বাধাধরা নিয়ম নেই
৫.
বিদেশিরা বাংলা ভাষার কোন গুণে মুগ্ধ হন?
√ক.
ধ্বনিমাধুর্যে খ. প্রকাশ ভঙ্গি
গ.
উচ্চারণ ঘ. শব্দ-সম্ভার
৬.
বক্তৃতা ও সংলাপের জন্য কোন ভাষা বেশি ব্যবহৃত হয়?
ক.
সাধু ভাষা √খ.
চলিত ভাষা
গ.
আঞ্চলিক ভাষা ঘ. উপভাষা
৭.
ভাষাকে কিসের বাহন বলা হয়?
√ক.
ভাবের খ. অন্তরের
গ.
ধ্বনির ঘ. কাজের
৮.
মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক.
ছবি খ. ইঙ্গিত গ. শব্দ √ঘ. ভাষা
৯.
প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?
√ক.
সাধু ভাষা খ. উর্দু গ. সংস্কৃত ঘ. হিন্দি
১০.
বাংলা ভাষার প্রধান রীতি কয়টি?
√ক.
দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১১.
সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
√ক.
তৎসম খ. বিদেশি গ. দেশি ঘ. তদ্ভব
১২.
সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
ক.
বিশেষ্য ও বিশেষণ √খ. সর্বনাম ও ক্রিয়া
গ.
বিশেষ্য ও ক্রিয়া ঘ. ক্রিয়া ও বিশেষণ
১৩.
কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য?
ক.
চটুল √খ.
কৃত্রিম
গ.
জীবন্ত ঘ. পরিবর্তনশীল
১৪.
সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক.
কৃত্রিমতাবর্জিত √খ. কৃত্রিম
গ.
অবোধ্য ঘ. দুর্বোধ্য
১৫.
চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি?
ক.
ক্রিয়াপদের পূর্ণরূপ √খ. তদ্ভব শব্দবহুল
গ.
তৎসম শব্দবহুল ঘ. গুরুগম্ভীর
১৬.
ভাব প্রকাশের সবচেয়ে ভালো মাধ্যম কোনটি?
ক.
অঙ্গভঙ্গি খ. ছবি আঁকা
গ.
চোখের ইশারা √ঘ.
ভাষা
১৭.
ভাষার কোন রীতিটি শুধু লেখায় পাওয়া যায়?
ক.
চলিত √খ.
সাধু
গ.
আঞ্চলিক ঘ. সবক’টি
১৮.
মানুষ সবচেয়ে ভালোভাবে মনের ভাব প্রকাশ করতে পারে কোন উপায়ে?
√ক.
মুখের কথায় খ. নাচের মাধ্যমে
গ.
ইশারায় ঘ. চিত্র এঁকে
১৯.
ভাষার মূল উপাদান কোনটি?
ক.
শব্দ খ. কথা √গ.
ধ্বনি ঘ. বাক্য
২০.
কোন ভাষার অক্ষরভিত্তিক লিখনরীতি গড়ে উঠেছে?
ক.
বাংলা খ. রুশ গ. তামিল √ঘ. জাপানি
২১.
চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা কী?
√ক.
ম্যান্ডারিন খ. চীনা
গ.
ম্যাকাও ঘ. ক্যানটোনিজ
২২.
ভাষাকে কিসের সঙ্গে তুলনা করা হয়?
ক.
আলো-আঁধার খ. আলো-ছায়া
√গ.
প্রবাহমান নদী ঘ. খরস্রোতা নদী
This is very nice post. Thanks for sharing with us.
ReplyDelete💔
Online Study Care 24
ENGLISH FOR TODAY | Class Eight
ENGLISH FOR TODAY | Classes Nine-Ten
ENGLISH FOR TODAY | Classes Eleven-Twelve