অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় টিউটোরিয়াল -০২
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড
কলেজ
নন্দীপাড়া, ঢাকা
প্রথম অধ্যায়
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১২. সেনদের হটিয়ে বাংলা দখল করেন কে?
ক) শায়েস্তা খান খ) সুজাউদ্দিন
গ) ফখরউদ্দিন মুবারক শাহ ঘ) বখতিয়ার খলজি।
উত্তর : ঘ) বখতিয়ার খলজি
১৩. সম্রাট আকবরের সেনাপতি কে ছিলেন?
ক) কেদার রায় খ) সুজাউদ্দিন গ) জাহাঙ্গীর ঘ) মানসিংহ।
উত্তর : ঘ) মানসিংহ
১৪. বাংলার স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠার জন্য কার অবদান
অনবদ্য?
ক) সুলতান ইলতুৎমিশ খ) ফখরউদ্দিন মুবারক শাহ
গ) সুলতান আলাউদ্দিন খলজি ঘ) সুলতান কুতুবউদ্দিন আইবেক।
উত্তর : খ) ফখরউদ্দিন মুবারক শাহ
১৫. সেন রাজারা কাদের পরাজিত করে বাংলার ক্ষমতায় আসেন?
ক) মুঘলদের খ) তুর্কিদের গ) আফগানদের ঘ) পালদের।
উত্তর : ঘ) পালদের
১৬. কার মাধ্যমে বাংলার সঙ্গে তুর্কির যোগাযোগ স্থাপিত হয়?
ক) লক্ষণ সেন খ) ফখরউদ্দিন মুবারক শাহ
গ) মানসিংহ ঘ) বখতিয়ার খলজি।
উত্তর : ঘ) বখতিয়ার খলজি
১৭. তুর্কিদের আগমনের পর এ দেশ ইসলাম ধর্মের সংস্পর্শে আসে।
এ থেকে তুর্কিদের সম্পর্কে কী বোঝা যায়?
ক) মুসলমান খ) ধর্মপ্রচারক গ) যোদ্ধা ঘ) যাযাবর।
উত্তর : ক) মুসলমান
১৮. কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
ক) ১৫৯৮ খ) ১৬২৫ গ) ১৬৫৬ ঘ) ১৬৬৪।
উত্তর : ঘ) ১৬৬৪
১৯. আল বুকার্কের চেষ্টায় পর্তুগিজরা কিসে পরিণত হয়?
ক) শ্রেষ্ঠ ব্যবসায়ীতে খ) শ্রেষ্ঠ নৌশক্তিতে
গ) জলদস্যুতে ঘ) শ্রেষ্ঠ বণিকে।
উত্তর : খ) শ্রেষ্ঠ নৌশক্তিতে
২০. কাশিমবাজারে কিসের ফ্যাক্টরি ছিল?
ক) পাটের খ) সিল্কের গ) তাঁতের ঘ) বস্ত্রের।
উত্তর : খ) সিল্কের।
২১. নবাব আলিবর্দী খাঁর প্রিয় নাতি কে ছিলেন?
ক) একরামুদ্দৌলা খ) সিরাজউদ্দৌলা গ) শওকত জঙ্গ ঘ) মীরন।
উত্তর : খ) সিরাজউদ্দৌলা
২২. ইংরেজদের ক্ষমতা দখলের পরও ইংরেজি ভাষার পরিবর্তে কোন
ভাষাটি বহাল ছিল?
ক) বাংলা খ) ফারসি গ) ইংরেজি ঘ) উর্দু।
উত্তর : খ) ফারসি
২৩. দক্ষিণ-পূর্ব বাংলার কিছু অংশ কখন গুপ্ত সাম্রাজ্যের
অধিকারে আসে? ক) চার শতকে খ) পাঁচ শতকে খ) ষষ্ঠ শতকে ঘ) সপ্তম শতকে। উত্তর : ক)
চার শতকে
২৪. বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী হয়েছিল?
ক) একশ খ) দুশ গ) তিনশ ঘ) চারশ।
উত্তর : খ) দুশ
২৫. ফখরউদ্দিন মুবারক শাহের শাসনের পর প্রায় দুশ বছর শাসকগণ
কাউকে কর দেননি। তিনি কী প্রতিষ্ঠা করেছিলেন?
ক) মুঘল সুবা খ) দিল্লির সুবা
গ) সালতানাত ঘ) স্বাধীন সালতানাত।
উত্তর : ঘ) স্বাধীন সালতানাত
২৬. ছেলে ঘুমালো পাড়া জুড়ালো/বর্গী এলো দেশে- এ ছড়াটিতে
বর্গী বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) সেনদের খ) তিব্বতীদের গ) মারাঠাদের ঘ) আফগানদের।
উত্তর : গ) মারাঠাদের।
No comments