অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় টিউটোরিয়াল -০১
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড
কলেজ
নন্দীপাড়া, ঢাকা
প্রথম অধ্যায়
১. বাংলায় ইংরেজদের শাসনকালকে কোন যুগ হিসেবে অভিহিত করা
হয়?
(ক) প্রাচীন (খ) মধ্য (গ) ঔপনিবেশিক (ঘ) আধুনিক।
উত্তর : গ) ঔপনিবেশিক
২. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
(ক) নবাব সিরাজউদ্দৌলা (খ) ফখরউদ্দিন মুবারক শাহ
(গ) নবাব আলীবর্দী খাঁ
(ঘ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি।
উত্তর : ফখরুদ্দিন মুবারক শাহ
৩. শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাৎস্যন্যায়ের বলা হয়।
কারণ তখন-
(ক) দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত
(খ) বড় মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত
(গ) শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল।
কোনটি সঠিক?
১) ক ও খ ২) খ ও গ ৩) ক ও গ ৪) ক, খ, গ।
উত্তর : ৩ (ক ও গ)
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
ইংরেজ শাসনকালে বাংলার নবাবকে শাসন কাজের জবাবদিহি করতে
হতো। তবে তাকে এ কাজে অর্থের জন্য একটি কর্তৃপক্ষের মুখাপেক্ষি থাকতে হতো।
৪. বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে?
(ক) নবাব শাসন (খ) সুবাদার শাসন
(গ) দ্বৈতশাসন (ঘ) ইংরেজ শাসন।
উত্তর : গ) দ্বৈতশাসন
৫. বর্ণিত ঘটনার ফলে-
(ক) দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে।
(খ) জনগণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
(গ) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে।
(ঘ) জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে।
নিচের কোনটি সঠিক?
১) ক ২) খ ৩) গ ৪) ঘ
উত্তর : ২) খ জনগণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়
৬. মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক) মুঘল খ) গুপ্ত গ) পাল ঘ) সেন।
উত্তর : খ) গুপ্ত
৭. দিল্লির সঙ্গে বাংলার সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের
কারণ-
ক) আকবরের মসনদে বসা খ) হুমায়ুনের মসনদে বসা
গ) জাহাঙ্গীরের মসনদে বসা ঘ) বাবরের মসনদে বসা।
উত্তর : গ) জাহাঙ্গীরের মসনদে বসা
৮. কত সালে ফখরউদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি
প্রতিষ্ঠা করেন?
ক) ১২৩৮ সালে খ) ১৩৩৮ সালে
গ) ১৪৪৮ সালে ঘ) ১৫৩৮ সালে।
উত্তর : খ) ১৩৩৮ সালে
৯. কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে?
ক) আর্য খ) মৌর্য গ) পাল ঘ) মুসলিম।
উত্তর : ঘ) মুসলিম
১০. বাংলার স্বাধীন সুলতানি আমলের অবসান ঘটে কত সালে? ক)
১২০৬ খ) ১৩৩৮ গ) ১৫৩৮ ঘ) ১৫৭৬।
উত্তর : গ) ১৫৩৮
১১. সেনরা কোথা থেকে এসেছিল?
ক) উত্তর ভারত খ) দক্ষিণ ভারত গ) তুরস্ক ঘ) আফগানিস্তান।
উত্তর : খ) দক্ষিণ ভারত
No comments