জেএসসি ভূগোল ও পরিবেশ টিউটরিয়াল -০১

ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
জনসংখ্যা
১। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির ধারাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি
২। কত সাল থেকে বিশ্বে জাতীয় ভিত্তিতে লোক গণনার প্রচলন শুরু হয়?
ক) ১৬৫৫ খ) ১৬৬৫ গ) ১৭৫০ ঘ) ১৭৭৫
৩। কোন অঞ্চলের দেশগুলোতে জন্মহার এখনও কমেনি?
ক) অতি উন্নত দেশ খ) উন্নত দেশ
গ) উন্নয়নশীল দেশ ঘ) ইউরোপীয় দেশ
৪। ১৬৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?
ক) প্রায় ৫০০ মিলিয়ন খ) প্রায় ৫৩২ মিলিয়ন
গ) প্রায় ৬১৮ মিলিয়ন ঘ) প্রায় ৭২০ মিলিয়ন
৫। ২০২৫ সাল নাগাদ পৃথিবীর অনুমিত জনসংখ্যা কত হবে?
ক) ৭.৫ বিলিয়ন খ) ৮ বিলিয়নের উপরে
গ) ৯ বিলিয়নের উপরে ঘ) ১০ বিলিয়ন
৬। ১৮৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?
ক) ১ বিলিয়ন খ) ১.২ বিলিয়ন গ) ১.৫ বিলিয়ন ঘ) ২ বিলিয়ন
৭। সুদূর অতীত কাল থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কোন পর্যায়ে ধরা হয়?
ক) অতি সাম্প্রতিক পর্যায় খ) সাম্প্রতিক পর্যায় গ) মাধ্যমিক পর্যায়
ঘ) প্রাথমিক পর্যায়
৮। কোন সময়কে মাধ্যমিক পর্যায় ধরা হয়?
ক) ১৫০০ - ১৬০০ সাল
খ) ১৬০০ - ১৭৫০ সাল গ) ১৬৫০ - ১৯৫০ সাল ঘ) ১৯০০ - ২০০০ সাল
৯। কত বছর অন্তর বিশ্বে জাতীয় ভিত্তিতে লোক গণনা করা হয়?
i. পাঁচ বছর ii. ১০ বছর iii. ১৫ বছর
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১০। পৃথিবীর জনসংখ্যা ৬.৯২ বিলিয়ন ছিল কত সালে?
ক) ১৯৮০ খ) ১৯৯০ গ) ২০০০ ঘ) ২০১০
১১। পৃথিবীর জনসংখ্যা-
i. ১৬৫০ হতে ১৮৫০ সালের মধ্যে চারগুণ হয় ii. ১৮৫০ সালের পরবর্তী ১০০ বছরে দ্বিগুণ হয়
iii. ২০০০ সালে ৬.১৩ বিলিয়নে দাঁড়ায়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১২। জনসংখ্যা বৃদ্ধির সাম্প্রতিক পর্যায়ে বিশ্বের অঞ্চল ভিত্তিতে কয়টি ধারা লক্ষ্য করা যায়?
ক) পাঁচটি খ) চারটি গ) তিনটি ঘ) দুইটি
১৩। নির্ভরশীল জনসংখ্যা হল-
i. ০ - ১৮ বছর বয়সের শিশু ii. ১৮ - ২৫ বছরের যুবক iii. ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৪। পৃথিবীর কোন অঞ্চলের জনসংখ্যা স্থিতিশীল?
ক) উন্নত অঞ্চল খ) অনুন্নত অঞ্চল
গ) উন্নয়নশীল অঞ্চল ঘ) সমগ্র বিশ্ব
১৫। কোন পর্যায়ে পৃথিবীর সব অংশেই জন্ম এবং মৃত্যুহার উভয়ই বেশি ছিল?
ক) সাম্প্রতিক পর্যায় খ) মাধ্যমিক পর্যায় গ) অতি সাম্প্রতিক পর্যায় ঘ) প্রাথমিক পর্যায়
১৬। ২০১১ সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক) প্রায় ১৬.০০ কোটি
খ) প্রায় ১৫.৮৫ কোটি
গ) প্রায় ১৪.৯৭ কোটি ঘ) ১৪.২০ কোটি
১৭। ২০১৫ সালে পৃথিবীর জনসংখ্যা কত?
ক) ৬.৯২ বিলিয়ন খ) ৭.৩৫ বিলিয়ন গ) ৭.৬৫ বিলিয়ন ঘ) ৮.০০ বিলিয়ন
১৮। ১৯৯১ সালের বালাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল?
ক) ২.১৭ খ) ১.৪৮ গ) ১.৩৭ ঘ) ১.০১
১৯। প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
২০। স্থানভেদে অভিগমনকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
উত্তর : ১খ, ২ক, ৩গ, ৪ক, ৫খ, ৬খ, ৭ঘ, ৮গ, ৯ক, ১০ঘ, ১১গ, ১২ঘ, ১৩খ, ১৪ক, ১৫ঘ, ১৬গ, ১৭খ, ১৮ক, ১৯,ঘ, ২০ক।

No comments

Powered by Blogger.