অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় টিউটোরিয়াল -০১

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়


সিনিয়র শিক্ষক,প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, নন্দীপাড়া, ঢাকা
প্রথম অধ্যায়
৩৯. ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃত্যুর পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত বাংলা জুড়ে-
ক) মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে খ) মুসলিম শাসনের অবসান ঘটতে থাকে গ) মুসলিম শাসন তিনটি প্রদেশে বিভক্ত ছিল
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর : ২) ক ও গ
৪০. ভাস্কো-ডা-গামা কোন দেশের নাগরিক ছিলেন?
ক) ফ্রান্সের খ) পর্তুগালের গ) ইটালির ঘ) ইংল্যান্ডের।
উত্তর : খ) পর্তুগালের
৪১. ইউরোপে যুদ্ধরত বিভিন্ন দেশগুলোর মধ্যে শান্তিচুক্তি হয় কত সালে? ক) ১৬৪৮ খ) ১৬৮২ গ) ১৬৮৭ ঘ) ১৬৯০।
উত্তর : ক) ১৬৪৮
৪২. কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতবর্ষে আগমন করেন?
ক) ইংরেজরা খ) পর্তুগিজরা গ) দিনেমাররা ঘ) ওলন্দাজরা।
উত্তর : খ) পর্তুগিজরা
৪৩. নিচের ছকে উল্লেখিত (?) কোন স্থানের কাদের নাম বসবে?
ক) পর্তুগিজরা খ) ওলন্দাজরা গ) ফরাসিরা ঘ) ইংরেজরা।
উত্তর : গ) ফরাসিরা
৪৪. ইউরোপীয় অর্থনীতি তেজি হওয়ার ক্ষেত্রে কোনটি প্রভাব রেখেছিল?
ক) শ্রমিকের সহজলভ্যতা খ) সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার
গ) দাস প্রথার বিলোপ ঘ) কুটির শিল্পের বিস্তার।
উত্তর : খ) সমুদ্রপথে বাণিজ্যের বিস্তার
৪৫. বাণিজ্য বিস্তারের যুগে ইউরোপের প্রভাবশালী নৌশক্তির অধিকারী দেশগুলো-
ক) সম্পদের সন্ধান করতে থাকে খ) বহির্বিশ্বে বেরিয়ে পড়ে
গ) যুদ্ধে লিপ্ত হয়
কোনটি সঠিক?
১) ক ও খ ২) ক ও গ ৩) খ ও গ ৪) ক, খ ও গ।
উত্তর : ১) ক ও খ
৪৬. পর্তুগিজরা বাংলায় বাণিজ্যকুঠি কোথায় স্থাপন করেন?
ক) হুগলি বন্দরে খ) কালিকট বন্দরে গ) চট্টগ্রাম বন্দরে ঘ) শাহজালাল বন্দরে।
উত্তর : খ) কালিকট বন্দরে
৪৭. বাংলায় ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসাবে উইলিয়াম হেজেজ কত সালে হুগলিতে আসেন?
ক) ১৬৮২ খ) ১৬৮৬ গ) ১৬৮৮ ঘ)১৬৯০।
উত্তর : ক) ১৬৮২
৪৮. কোন মহাসাগরে আল বুকার্ক কর্তৃত্ব অধিকার করেছিলেন?
ক) বঙ্গোপসাগরে খ) ভারত মহাসাগরে গ) আটলান্টিক মহাসাগরে ঘ) প্রশান্ত মহাসাগরে।
উত্তর : খ) ভারত মহাসাগরে
৪৯. ১৬৪৮ সালের ওয়েস্টফালিয়ার চুক্তিটি মূলত কী ছিল?
ক) শান্তি চুক্তি খ) অস্ত্রবিরোধী চুক্তি
গ) যুদ্ধবিরতি চুক্তি ঘ) বৈদেশিক চুক্তি।
উত্তর : ক) শান্তি চুক্তি
৫০. ১৬৮০-৮৩ এ চার বছর ইংল্যান্ড থেকে বাংলায় রপ্তানি আয় দাঁড়ায় কত টাকা?
ক) বারো লক্ষ খ) চৌদ্দ লক্ষ গ) সতেরো লক্ষ ঘ) আঠারো লক্ষ। উত্তর : ঘ) আঠারো লক্ষ

No comments

Powered by Blogger.