অষ্টম শ্রেণির কৃষি শিক্ষা টিউটোরিয়াল -০২

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কৃষি শিক্ষা
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট
১। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কোনটি?
ক) কৃষি খ) শিল্প গ) বন ঘ) মৎস্য
২। পাকিস্তান আমলে কত সালে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?
ক) ১৯৬০ খ) ১৯৬১ গ) ১৯৬৩ ঘ) ১৯৬৮
৩। আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক) ভারতে খ) বাংলাদেশে গ) চীনে ঘ) ফিলিপাইনসে
৪। খাদ্য ও কৃষি সংগঠন বিশ্বজুড়ে কী নামে পরিচিত?
ক) ঋঙঅ খ) অঙঋ গ) ঋঅঙ ঘ) অঋঙ
৫। বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ কোনটি?
ক) জাপান খ) চীন গ) রাশিয়া ঘ) বাংলাদেশ
৬। বাংলাদেশে বর্তমানে কতটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু আছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৭। বাংলাদেশে ধান গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক) গাজীপুরে খ) ঈশ্বরদী গ) শ্রীমঙ্গল ঘ) পাবনা
৮। শ্রীমঙ্গলে কোন গবেষণা ইন্সটিটিউট অবস্থিত?
ক) ধান খ) গম গ) আখ ঘ) চা
৯। আখ গবেষণা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
ক) নরসিংদী খ) ঈশ্বরদী গ) শ্রীমঙ্গলে ঘ) গাজীপুরে
১০। ব্যাপক দুর্ভিক্ষ সমগ্র বাংলাদেশকে গ্রাস করেছিল কখন?
ক) ১ম বিশ্বযুদ্ধের সময় খ) ২য় বিশ্বযুদ্ধের সময়
গ) মুক্তিযুদ্ধের সময় ঘ) পলাশী যুদ্ধের সময়
১১। বিশ্বের অন্যতম চাল রফতানিকারক দেশ কোনটি?
ক) বাংলাদেশ খ) রাশিয়া গ) আমেরিকা ঘ) ভিয়েতনাম
১২। বাংলাদেশে পূর্ণাঙ্গ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় কয়টি?
ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি
১৩। কোন দেশটি ভৌগোলিক বৈচিত্র্যের দেশ?
ক) জাপান খ) ভারত গ) ভিয়েতনাম ঘ) শ্রীলংকা
১৪। আমাদের দেশে মোট ব্যবহৃত ধানবীজের শতকরা কত ভাগ চাষীরা নিজেরাই সঞ্চয় ও ব্যবহার করে?
ক) ৭০% খ) ৭৫% গ) ৮৫% ঘ) ৯০%
১৫। পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশকে কয়টি অঞ্চলে ভাগ করেছেন?
ক) ২০টি খ) ২৫টি গ) ৩০টি ঘ) ৩৫টি
১৬। আমাদের দেশের প্রধান কৃষি ফসল কোনটি?
ক) সরিষা খ) আখ গ) আলু ঘ) ধান
১৭। বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউট কী নামে পরিচিত?
ক) ওজজও খ) ইজজও গ) ইওজও ঘ) ইজও
১৮। বাংলাদেশ কোন দেশটির কৃষিজ পণ্যের অন্যতম আমদানিকারক দেশ?
ক) ভারত খ) চীন গ) ভিয়েতনাম ঘ) রাশিয়া
১৯। এশিয়ার কয়টি দেশ প্রধান খাদ্য হিসেবে ধান উৎপাদন করছে?
ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি
২০। এক সময় বাংলাদেশে বিশ্বের শতকরা কত ভাগ পাট উৎপাদন হতো?
ক) ৬০% খ) ৭০% গ) ৭৫% ঘ) ৮৫%
২১। বন্যার শেষে ধান চাষের জন্য বিলম্ব জাত হিসেবে কৃষি বিজ্ঞানীরা কয়টি জাত উদ্ভাবন করেছেন?
ক) ২টি খ) ৪টি গ) ৬টি ঘ) ৮টি
২২। কোন জেলার হরিপদ কাপালি হরিদান নামে একটি ধান নির্বাচন করেছেন?
ক) মেহেরপুর খ) সাতক্ষীরা গ) ঝিনাইদহ ঘ) মাওয়া
উত্তর :
১। ক, ২। খ, ৩। ঘ, ৪। গ, ৫। খ, ৬। গ, ৭। ক, ৮। ঘ, ৯। খ, ১০। খ, ১১। ঘ, ১২। ক, ১৩। খ, ১৪। গ। ১৫। গ ১৬। ঘ ১৭। খ ১৮। ক ১৯। খ ২০। গ ২১। ক ২২। গ

1 comment:

Powered by Blogger.